Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ১১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত শ্রীনাথপুর বিওপির টহল দল তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পুর্ব চিপাবারইখালি গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ, আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, মজিবর শেখের ছেলে ফিরোজ শেখ, ধানসাগর গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে ফারুক হোসেন, লুৎফর খানের ছেলে বিল্লাল খান, বিল্লাল খানের স্ত্রী পারভীন বেগম, কাঠালতলা গ্রামের আবুল হোসেনের ছেলে ছায়েদ খান, চালতাবুনিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও বড়পুড়ি গ্রামের নাসির বয়াতির ছেলে রুবেল বয়াতি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন