Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ভারতীয় নতুন মাদকদ্রব্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ সদরে ৯২পিস ইয়াবাসহ দুইজন এবং মহেশপুরে ৪৫ বোতল ভারতীয় ডায়ালেক্স ডিসিসহ (মাদক দ্রব্য) একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ শনিবার এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব সূত্র জানিয়েছেন, শুক্রবার ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের দোকানে অভিযান চালিয়ে ৪৫ বোতল ডায়ালেক্স ডিসি নামক মাদক দ্রব্য জব্দ করা হয়। এসময়ে মাদক বিক্রেতা মোঃ সালাউদ্দিন মিয়া মিষ্টি (৩৫) কে গ্রেফতার করা হয়। সে মহেশপুরের পদ্মপুকুর (মাঝপাড়া) এলাকার মোঃ বকুল মিয়ার ছেলে।


উল্লেখ্য যে, ভারতীয় মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসি ফেন্সিডিলের পরিবর্তে ব্যবহার করে মাদকসেবীরা। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পৃথক অভিযানে, ঝিনাইদহ সদর থানাধীন বিষয়খালী বাজার এলাকায় রান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির অফিসের সামনে থেকে ৯২পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হল কালীগঞ্জের দুর্গাপুর স্কুলপাড়ার মোঃ ইউনুস বিশ্বাসের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২১), কিসমত গরিয়ালা এলাকার মোঃ আবু তালেব বিশ্বাসের ছেলে মোঃ জীবন রহমান (২৪)। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন