Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকধ্বসপুর গ্রামের বটতলা এলাকা দিয়ে সীমান্ত অতিক্রমকালে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত সাগর মন্ডল (২২) মাদারীপুেরর শিবচর থানার পাচচর বন্দরখোলা গ্রামের মৃত বাদল মন্ডলের পুত্র। অবৈধভাবে সে ভারতে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মোঃ সাহদুল (৩০) ঝিনাইদহের মহেশপুরের জুলুলীর সুন্দরপুরের মোঃ আজিজুলের ছেলে এবং মোঃ নবী (২৮) একই এলাকার মকব্বরপুরের মোঃ সামছুলের ছেলে। তারা অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যেতে সহায়তা করতো। এই অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের (যার নং-০৮, ৫-৯-২০২০ইং) হয়েছে। ধৃত আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ভারতীয় ৩১৫০ রুপিসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন