Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুরে এ্যাম্বুলেন্সে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

পুলিশ সুত্র বলছে উপজেলার যাদবপুর হইতে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্সে যাওয়ার সময় এই মাদক দ্রব্য পাওয়া গেছে। অপারেশনে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় মহেশপুর থানার এস আই জলিল, এ এস আই সজল, এ এস আই রওশন নেতৃত্বে দিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ পুলিশ উপজেলার পোস্ট অফিস মোড় থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর পুত্র ইমরান হোসেন (২৭), মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫) ও রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন