Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী খুলনা বেতার শিল্পীর করোনায় মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বৃহস্পতিবার (২৭ আগস্ট) আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই একনদেন চারজনের মৃত্যু হল। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি মোঃ বাবলুল করিম। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক ও খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা রিপোর্ট পজিটিভ হলে বাবলুল করীমকে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মারা যান।

ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি বাবলুল করীমের লাশ দাফন করবে বলে জানা গেছে। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন