Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ করোনায় আরো দু’জনের মৃত্যু, মোট মৃত্যু ২২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন পদ্মাকর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) ও ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক পবহাটী গ্রামের আব্দুল বারী জোয়ারদারের ছেলে সাইফুল ইসলাম (৫০)। এই নিয়ে ঝিনাইদহে মোট করোনায় আক্রান্ত হয়ে ২২ মারা গেল।

জানা গেছে, গত ১১ আগষ্ট করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। মাজেদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মৃত্যু ঘটে।

ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক মোঃ সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগষ্ট তার পজিটিভ রিপোর্ট আসলে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গতকাল সোমবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন