Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে ব্ল্যাকবেঙ্গল ছাগল মেলা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলা, আলোচনা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা খামারীদের উদ্দেশ্যে বলেন, ছাগল পালন করে দেশের সিংহভাগ আমিষের চাহিদা মেটানো সম্ভব।

বাংলাদেশ সরকার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারী খামারীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে করে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে খামারীরা লাভবান হতে পারে এবং দেশের আমিষের ঘাটতি মেটাতে পারে পাশাপাশি নিজেদের আর্থিক উন্নয়ন ঘটাতে পারে।তিনি নির্বাচিত ৪০ জন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারি খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রানী সম্পদ ও সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃশরিয়তউল্লাহ। আরও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন