Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে চুরির ঘটনায় নারীসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ডিপোতে চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, যশোর জেলার বজ্রাপুর এলাকার মৃত তহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাজপুর এলাকার অহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন তুষার (২০) ও যশোর সদরের বেজপাড়া এলাকার এজেমবারের মেয়ে নুরজাহান আক্তার রত্না (২০)।

সুত্রমতে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিফাত ইমরান জানান, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া স্যারের নির্দেশনায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোরের কোতয়ালী থানা এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন