Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অস্ত্রোপচারে মৃত সেই প্রসূতির করোনা নেগেটিভ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

হরিণাকুণ্ডুতে অস্ত্রোপচারে রোজিনা খাতুন নামের মৃত প্রসূতি করোনায় আক্রান্ত ছিলেন না। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত ১৫ আগস্ট শহরের ভাই ভাই ক্লিনিকে অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়। এরপর তিনি করোনায় মারা গেছেন বলে প্রচার করে ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত ওই প্রসূতি জোড়াপুকুরিয়া এলাকার মো. শিলনের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিনুর রশিদ জানান, মৃত প্রসূতির করোনা উপসর্গ ছিল। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কুষ্টিয়া ল্যাব থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত রোববার অনলাইন পোর্টাল খুলনা গেজেটে ‘ক্লিনিকে অপারেশনের পর প্রসুতির মৃত্যু নিয়ে রহস্য!’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা সিভিল সার্জনের নজরে আসে। পরে সিভিল সার্জনের কার্যালয় থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন এখন পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন