বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে মাদকসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের মাদক নিয়ন্ত্রণে পুলিশের সাথে নিজেও মাঠে নামলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

সোমবার রাতে আকস্মিকভাবে তিনি পুলিশের সাথে পৌর এলাকার বলিদাপাড়া গ্রামে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ পপি খাতুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া জানান, পৌর এলাকার বলিদাপাড়া গ্রামে মাদক বিকিকিনি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পৌর মেয়রকে সাথে নিয়ে রাত ৯ টার দিকে অভিযান চালানো হয়।

এ সময় ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে ১ কেজি ১৬ গ্রাম গাজা, ১০ পিস ইয়াবা, ও গাঁজা পরিমাপের পাল্লাসহ তার স্ত্রী পপি খাতুনকে আটক করা হয়।

আটক পপি খাতুন ও তার স্বামী ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানাতে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন