Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটচাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে জাকারিয়া হোসেন চঞ্চল (১১) ও মিশন হোসেন (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে ওই ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মিশন হোসেন কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফুরকান আলীর ছেলে ও জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর ঢালীপাড়ার বাহাদুর ঢালীর ছেলে। তারা কোটচাঁদপুর উপজেলার রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র জাকারিয়া হোসেন চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার এলাকাবাসি ওই পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিশন হোসেন ও জাকারিয়া হোসেন চঞ্চলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন