Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবিতে ৬৭ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার আরো ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, রোববার তাদের ল্যাবে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি পজিটিভ এবং ১৯৭টি নেগেটিভ ফলাফল হয়েছে। এ পরীক্ষার ফলাফল সোমবার সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি জানান, এদিন যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০টি নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া মাগুরার ৭০টি নমুনা পরীক্ষা করে ১৪টি এবং নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে তিনটি পজিটিভ ফল পাওয়া যায়।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৭০ জন। মারা গেছেন ৩২ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন