Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও একটি মোটরসাইকেলসহ নাজমুল ইসলাম (২৩) নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১০ আগষ্ট) সকালে স্থানীয় সাদিপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

রঘুনাথপুর ক্যাম্প থেকে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে একজন পাচারকারী বিপুল পরিমান ভারতীয় ওষুধের চালান নিয়ে সাদিপুর রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে । এমন খবরেরভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে  মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন