Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবিতে ৯১ নমুনা পজিটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় নতুন ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৯ আগষ্ট রোববার  এই ফলাফল প্রকাশ করা হয়। এদিন যশোর, মাগুরা এবং নড়াইলের নমুনা পরীক্ষা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে তিন জেলার মোট ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও ১৫৬টি নমুনা নেগেটিভ ফল দেয়। এদিন যশোরের ১৬৯টি নমুনা পরীক্ষা করে ৫৬টি পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া মাগুরার ৩৫টি নমুনা পরীক্ষা করে ১১টি এবং নড়াইলের ৪৩টি নমুনার মধ্যে ২৪টি পজিটিভ ফল দেয়।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন