রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর শহরের রেলরোড চোরমারা দিঘীর পশ্চিম পাড় এলাকার আজিজুল ইসলামের স্ত্রী নুরুন নাহার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার রাতে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান। এ নিয়ে যশোরে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩১ জন।

নিহতের স্বজনরা জানায়, নুরুন নাহার গত ১ আগষ্ট শ্বাসকষ্ট নিয়ে যশোর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে তিনি করোনা পজেটিভ হন। এরপর ৫ আগষ্ট হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে নিজ বাড়িতে আনা হয়। এরপর এদিন গভীররাতে তিনি বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ নিয়ে যশোরে করোনায় আক্রান্ত হযয়ে ৩১ জন মৃত্যুবরণ করেছেন।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন