Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোল সীমান্তে মাদকসহ এক পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেলসহ কার্তিক বিশ্বাস (২৬)নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিবার (০৯ আগষ্ট) সকালে বালুন্ডা গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।

রঘুনাথপুর ক্যাম্প থেকে জানা যায়,গোপন সংবাদে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বালুন্ডা দক্ষিণপাড়া রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশেক আলী, ল্যানস নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ৫০ বোতল, একটি মটরসাইকেল সহ কার্তিক বিশ্বাসকে আটক করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন