Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ : সহযোগী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া (১৩) এক কিশোরী অপহরণের সহযোগীতা করার অভিযোগে আশিকুর রহমান আশিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া এলাকা থেকে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ৩ আগস্ট বাড়ির পাশ থেকে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে আশিকের সহযোগীতায় উঠিয়ে নিয়ে যায় সজিব হোসেন (২৪) নামে এক যুবক।

আটক আশিক যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের খাটবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় তার মেয়ে অপহরনের একটি অভিযোগ দায়ের করেছেন।

মেয়ের বাবা পুটখালী গ্রামের রাসেল অভিযোগ করে জানান, তার মেয়ে গত ৩ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ি বেড়াতে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে না ফিরে আসায় অনেক খোঁজাখুজি করে মেয়েকে না পেয়ে হতাশ হয়ে পড়ে পরিবারের লোকজন। পরে প্রতিবেশির মাধ্যমে জানতে পারেন সজিব নামে এক যুবক তার মেয়েটিকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে।সজিব পুটখালী গ্রামের জিয়া বিশ্বাসের ভাগ্নে।

বিষয়টি নিয়ে তার মামাদের কাছে অভিযোগ জানালে তারা মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন । আজ ৪ দিন অতিবাহিত হয়ে গেলে ও স্কুল ছাত্রী কিশোরী মেয়েকে ফিরে না পাওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ অপহরণের সহযোগী আশিক নামে একজনকে আটক করেছে । তবে মেয়েকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার (এসআই) জাকির হোসেন জানান, অপহরণের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার ও অনান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন