বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শার্শার গোগা সীমান্ত থেকে ২৮ কেজি রুপা উদ্ধার

শার্শা প্রতিনিধি

শার্শার গোগা সীমান্ত থেকে ২৮ কেজি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি

শুক্রবার (৭ আগষ্ট ) সকালে গোগা গ্রামের গাজিপাড়ার একটি মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় এই রুপার চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনজুর ই এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান এনে গোগা গ্রামের গাজিপাড়ার একটি মাঠে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা উদ্ধার করে।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। এই রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট / শার্শা/ এমএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন