Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে দুই মাদক পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ চিত্ত ঘোষ (২৪) ও শিমুল হোসেন (২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে বড়আচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে।শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লাল মিয়া জানান, গোপন একটি খবর পায় মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান ভারত থেকে পাচার করে এনে বড় আচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন খবরে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন