বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঈদে বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটি মিলে বেনাপোল স্থল বন্দর এবং ভারতের পেট্রাপোল বন্দরে তিন দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বেনাপোল আমদানি-রফতানি কারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন হবে। পরের দিন রোববারও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে ইতিমধ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়েছে। আগামী সোমবার (৩ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ঈদুল আযহা উপলক্ষে বেনাপোল বন্দর ৩ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী সোমবার থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য শুরু হবে ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন