Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
অস্ত্র-গুলিসহ খুনি আটক

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় খুন হয়েছে। খুনি আমজাদ হোসেনকে (৩২) অস্ত্রসহ পুলিশ আটক করেছে। নিহতের নাম রাসেল (৩৫)। সে ওই গ্রামের মৃত ইদ্রিস আলী ইদুর ছেলে। খুনি আমজাদ নিহত রাসেলের ছোট ভাই।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে। খুনি আমজাদ হোসেন খুন করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশ তাকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ভাই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে আবারও বিরোধ বাধে। এক পর্যায়ে ছোট ভাই আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ছোট ভাইয়ের হাতে বড় খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, খুনি ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন