Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের চৌগাছা সীমান্তে বিপুল মাদক উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নেরর বিশেষ টহল দল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ২৭ জুলাই দুপুরে এই মাদক উদ্ধার হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সোমবার দুপুরে আন্দুলিয়া বিওপির সুবেদার হারাধনচন্দ্র মজুমদারের নেতৃত্বে ভারত সীমান্তের দৌলতপুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অজ্ঞাত ৩-৪ জন চোরাকারবারি বস্তাসহ ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। এসময় চোরাচারবারিরা বস্তাগুলো ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহল দল বস্তাগুলো নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি করে ৫৭০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করে।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন