Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরায় ৭৫ নমুনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে শনিবার ৭৫টি নমুনা পজেটিভ হয়েছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিমের চার জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১৯টি নমুনা ছিল নেগেটিভ।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোরের ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪টি পজেটিভ বলে শনাক্ত হয়।

এছাড়া মাগুরার ৪০টির মধ্যে ১২টি, সাতক্ষীরার ১২৩টির মধ্যে ২৬টি এবং বাগেরহাটের ৪৪টির মধ্যে ১১টি নমুনা পজেটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট্ চার জেলার সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগেরদিন শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী ছিল এক হাজার ৫৪৯ জন। স্বাস্থ্য বিভাগের হিসেবে, এদের মধ্যে মারা গেছেন ২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭৯৬ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন