Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর ১১৯তম জন্মবার্ষিকী পালন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে কালজয়ী সাহিত্যিক মনোজ বসুর ১১৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভূমি ডোঙ্গাঘাটা গ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোজ বসু একাডেমি ও মনোজ বসু খেলাঘর আসরের উদ্যোগে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক নিজাম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি এসএম রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, কবি নজরুল ইসলাম খান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মনোজ বসু খেলাঘর আসরের সভাপতি নাজমূল আলম।
কালজয়ী সাহিত্যিক মনোজ বসু ১৯০১ সালের ২৫ জুলাই কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর সৃষ্টি উপন্যাসের মধ্যে জলজঙ্গল, নিশীকুটুম্ব, ভুলিনাই, বাঁশের কেল্লা, সেই গ্রাম, সেইসব মানুষ, চীন দেখে এলাম উল্লেখযোগ্য। তিনি ১৯৮৭ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্মবার্ষিকী পালন উপলক্ষে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন