Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে করোনা শনাক্ত দেড় হাজার ছাড়ালো

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষা শেষে শুক্রবার ৮২টি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। একইদিন যশোরে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোর ও মাগুরার মোট ৩৪৪টি নমুনা তাদের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ছিল ২৭২টি আর মাগুরার ৭২টি। যশোরের নমুনাগুলোর মধ্যে ৭০টি এবং মাগুরার ১২টি পজেটিভ হয়। দুই জেলার বাকি ২৬২টি নমুনা নেগেটিভ ফল দিয়েছে। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সকালেই দুই জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।

যশোরের পজেটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই জেলায় করোনা রোগীর সংখ্যা যে দেড় হাজার ছাড়িয়ে গেল, তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়।

বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৪৮০ জন। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৯৬ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন