Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এমপি হিসেবে শপথ নিলেন যশোরের শাহিন চাকলাদার

যশোর প্রতিনিধি

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সদ্য বিজয়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোরের কেশবপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৪ জুলাই। আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দুই প্রার্থী বিএনপির আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট। এ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন