যশোরের হাশিমপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোসলেম তরফদার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক তাসিন (২১) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর মাঠপাড়া এলাকার পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম তরফদার ইছালি ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত গফুর তরফদারের ছেলে। আহত তাসিন কাইদখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন দুপুরে মাঠের কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মোসলেম তরফদার। তিনি হাশিমপুর মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোসলেম তরফদারকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মোটরসাইকেল আরোহী তাসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানা অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে



