যশোরের চৌগাছায় পিতার কোদালের আঘাতে হতভাগ্য ছেলে তরিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত ২০ জানুয়ারি বাড়ির সামনের মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। ওই সময় দোকানে আসা ক্রেতারা তাকে ঘুমন্ত দেখে ফিরে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তরিকুলের পিতা রবিউল ইসলাম চরম ক্ষিপ্ত হন। এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি (হাতল) দিয়ে ঘুমন্ত তরিকুলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম

