যশোরের বাঘারপাড়ায় বাড়ির সামনের সড়কে রোদে বসে থাকা বৃদ্ধ বদরুদ্দীন বিশ্বাস (৮৪) বালিবাহী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টা বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে নিজ বাড়ির সামনে সড়কের পাশে রোদে বসে ছিলেন বদরুদ্দীন বিশ্বাস। এ সময় একটি বালিবাহী পিকআপ পেছন দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরই স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর ১টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থেকে এদিন রাতে তিনি মারা যান।
নিহত বদরুদ্দীন বিশ্বাস উত্তর চাঁদপুর গ্রামের মৃত আমিনুদ্দিন বিশ্বাসের ছেলে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাটির তদন্ত চলছে।
খুলনা গেজেট/এনএম

