শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

চৌগাছায় জোড়া হত্যায় দুটি মামলা, আসামি আড়াইশ’

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলার সলুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা ও গণপিটুনিতে আব্দুল আলিম পলাশ নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে চৌগাছা থানায় মামলা দুটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার জগহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও আব্দুল আলিম পলাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার সলুয়া এলাকায় পলাশ ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে, পরে চিকিৎসাধীন অবস্থায় রফিকুলের মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত পলাশকে ধরে গণপিটুনি দিলে তিনিও মারা যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তার চাচাতো ভাই বাদী হয়ে পলাশকে প্রধান আসামি করে মামলা করেছেন।

এদিকে, পলাশকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তার বোন পাপিয়া বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন