শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধে রফিকুল ইসলাম (৪২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা ও হামলাকারী পলাশ (৩৭) গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের বাড়ি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগহাটি গ্রামের রফিকুল ইসলাম কিছুদিন আগে একই গ্রামের হযরত আলীর ছেলে পলাশের কাছ থেকে জমি ক্রয় করেন। ওই জমিতে পলাশ তার মা ও বোনকে দিয়ে ‘হক সেবা’ করান, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম জমি থেকে ওই হক সেবা তুলে নিতে পলাশকে চাপ দিয়ে আসছিলেন। এরই জেরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন। তিনি সলুয়া কলেজ সংলগ্ন একটি স’মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা পলাশ ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত রফিকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথে নড়াইল পৌঁছালে তার মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পালানোর সময় স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, নিহত রফিকুল ইসলাম এলাকায় শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে পলাশ এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন