যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম শামিম (৩৫)। তিনি ছবদুল হোসেনের ছেলে ও বলাডাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে মাদক সেবনের টাকা সংগ্রহের উদ্দেশ্যে শামিম শ্রীকান্তনগর বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকান মালিক ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে দোকান মালিক চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শামিমকে আটক করে মারপিট করেন। একপর্যায়ে গুরুতর জখম হয়ে শামিম মারা যান।পরবর্তীতে দোকান মালিক ও স্থানীয় ৫/৬ জনের সহযোগিতায় শামিমের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, গোটা ঘটনাটি তদন্ত করা হচ্ছে, অভিযুক্তদের দ্রুতই আটক করা হবে।
খুলনা গেজেট/এএজে

