বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় সীমান্তে তল্লাশি

বেনাপোল প্রতিনিধি

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) কে গুলি করে হত্যার ঘটনায় বেনাপোলসহ যশোরের সব সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোলসহ যশোরের সব সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে সকল সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্তে অধিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন