বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন লেগে শত বছরের নথিপত্র পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন লেগে শত বছরের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে রাখা ছিল যশোরসহ পশ্চিমবঙ্গের বনগাঁ ও নদীয়াসহ বিভিন্ন জেলার ১৯২৭ সালের জমিসংক্রান্ত সকল রেকর্ড ও নথিপত্র।

স্থানীয়রা জানান, শহরের হযরত গরীবশাহ মাজার রোডের রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ভবনের ভেতরের কাগজপত্রে দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কোন কাজ হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর তারা তাদের কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ বলেন, এ আগুন লাগার কারণ তারা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তারা তদন্ত শেষে জানাতে পারবেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এ ভবনের আশেপাশে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে মাদকসেবীদের আড্ডা চলে। তাদের ফেলে দেয়া আগুনে এ ঘটনা ঘটতে পারে। যদিও রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনের বারান্দার চারিপাশে রেলিং দিয়ে আটকানো রয়েছে। এ কারণে সেখানে আগুন ধরার বিষয়টি অনেকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, যশোর রেজিস্ট্রি অফিসের এ ভবনটি ব্রিটিশ আমলে নির্মিত। ধারণ করা হয় ১৭৮১ সালে, ভবনটি তৎকালীন ব্রিটিশ সরকার নির্মাণ করেন। সেই থেকে এখানে যশোরাঞ্চলের জমিসংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণ করা হতো। ওই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ ও নদীয়াসহ অন্যান্য এলাকার জমিসংক্রান্ত কর্মকাণ্ড এ অফিস থেকেই পরিচালিত হতো। এদিনের আগুনে শত বছরের পুরোনো কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একইসাথে আগুন নেভানোর পানিতে পুড়ে না যাওয়া কাগজপত্রও নষ্ট হয়ে গেছে বলে এলাকাবাসী মন্তব্য করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন