বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

অভয়নগরে বেকারি মালিক আজিজ হত্যার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

case

যশোরের অভয়নগরে আদি ঢাকা ফুড বেকারির মালিক আজিজ সরদারকে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের ভাই মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের কামাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা পীরবাড়ি মাজার রোড এলাকার মৃত মতিয়ার রহমান মাস্টারের ছেলে আব্দুস সালাম এবং শংকরপাশা গ্রামের খানপাড়ার ওলিয়ার রহমান খানের ছেলে ফিরোজ খান টিটো।

মামলার সূত্রে জানা যায়, আজিজ সরদার অভয়নগরের গুয়াখোলা শাহী মোড়ে রাজু মিয়ার জমির ওপর বসতবাড়িসহ ‘আদি ঢাকা ফুড’ নামে একটি বেকারি কারখানা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বেশ কিছুদিন আগে অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।

গত ২৫ নভেম্বর সকালে আসামিরা বেকারিতে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আজিজের মাথায় পিস্তল ঠেকিয়ে মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আজিজকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে আজিজের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাধ্য হয়ে নিহতের পরিবার আদালতের শরণাপন্ন হয়ে এ মামলা দায়ের করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন