বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

যশোর–নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর–নড়াইল মহাসড়কের চাড়াভিটার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে দুর্ঘটনায় হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, হালিমা খাতুন বাড়ি থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বের হয়ে যশোর–নড়াইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাঘারপাড়া থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন