যশোর কেন্দ্রীয় কারাগারে আফজাল হোসেন (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাবার নাম হেলাল হোসেন। কয়েদি নং- ৯১০৩/এ।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে কারারক্ষীর পাহারায় তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে, তার বাড়ি কোথায় ও কি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর উদ্ভাবক শার্শার মিজানুর রহমান কারাগারে মৃত্যুবরণ করেন। কারাগার কর্তৃপক্ষ জানায়, তিনি ওয়ার্ডের ঘরের দরজা ভেঙে অন্য ওয়ার্ডে ঠুকে আত্মহত্যা করেন।
খুলনা গেজেট/এএজে
