বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মেহেদী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌগাছা পৌর শহর থেকে তাকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী ।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মক চেষ্টা করেন। মাসুদ চৌধুরীর নির্দেশেই ছাত্রলীগের উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া হয়।

এছাড়া মেহেদি মাসুদ চৌধুরী যশোর বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে মেহেদি মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিবি পুলিশ ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন