যশোরের ঝিকরগাছায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক বিপ্লব হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নামক স্থানে সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিপ্লব হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেল যশোরের দিকে যাওয়ার সময়, অজ্ঞাত পরিচয় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার ওসি মোহম্মদ মহসিন বলেন, মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

