শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের আর এন রোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। তিনি জানান, বিএনপির গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া, থানায় তার বিরুদ্ধে অন্যান্য কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন