শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে বাইসাইকেল থেকে পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় চলন্ত বাইসাইকেল থেকে পড়ে বাসুদেব বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসুদেব বিশ্বাস যশোর সদর উপজেলার আজমতপুর গ্রামের মৃত রণজিৎ বিশ্বাসের ছেলে।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাজুরা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাসুদেব বিশ্বাস। পথে খাজুরা–কালিগঞ্জ সড়কের ব্রিজঘাট এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন