যশোরের মণিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি খাবারের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, মণিরামপুরের পৌর শহরের আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লিপিবদ্ধ করা এবং পণ্যের পেটেন্ট ডিজাইন নকলের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯- এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬০ গ্রাম কম দই দেওয়ায় আইনটির ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট দুই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেছেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে

