যশোরের বাঘারপাড়ায় খাদ্যে ভেজাল ও অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ধলগাঁ মোড়ের মোল্যা ফুড বেকারিকে ৪০ হাজার, বাঘারপাড়া বাজারের কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বেকারি ও মিষ্টির দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার ও পুলিশ সদস্যরা।
খুলনা গেজেট/এএজে

