শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বসুন্দিয়ায় শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। সেখানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামাই বিল্লাল হোসেন (২৬)।

তিনি শহরের নাজিরশংকরপুর চাতালের মোড় এলাকার মৃত বাহারুল মোল্লার ছেলে। তার তিন ছেলে–মেয়ে আছে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান জানান, রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সংবাদ পেয়ে বিল্লালের শ্বশুর বাড়ি বসুন্দিয়ার জঙ্গলবাঁধাল গ্রামে পৌঁছে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে বিল্লাল আত্মহত্যা করেছেন, এ বিষয়ে পরিবারের কেউই কিছু বলতে পারেননি। আত্মহত্যার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই ফজলুর রহমান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন