শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪০), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) এবং আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৮)।

থানা পুলিশ জানায়, ভোরে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জ্বলের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন