বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

যশোরে দুটি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঢাকা রোডে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনের ড্রেনের কাছে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ককটেল দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালি থানার এসআই মনিরা খাতুন ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, কেউ এটি সেখানে ফেলে গেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হঠাৎ করে জনবহুল এলাকায় ককটেল পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি আর এন রোডের একটি পার্টসের দোকানে এবং পরে আর এন রোডেই পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়। একের পর এক ককটেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন