বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ছেলের ছুরিকাঘাতে বাবা জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ে ছেলের ছুরিকাঘাতে একজন বাবা গুরুতর জখম হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর (৩৯)। তিনি ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত খালেক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের এক পর্যায়ে জাহাঙ্গীরের ছেলে রিসান (১৮) বার্মিজ চাকু দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন