মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ফের দুটি বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের ব্যস্ততম আরএন রোড থেকে ফের পরিত্যক্ত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকা একটি পিকআপ (ঢাকা-ন-১৯-২৫৯৪) ভ্যানের ভেতর থেকে এ বোমা উদ্ধার করা হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কে বা কারা পরিকল্পিতভাবে দোকানপাটের আশপাশে বিস্ফোরক রেখে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ঘটনা প্রতিরোধে তারা প্রশাসনিক কঠোর পদক্ষেপ দাবি করেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) মোমিনুল হক দ্রুত ঘটনাস্থলে যান। তাদের নির্দেশে উপ-পরিদর্শক সামছুল হক পিকআপ ভ্যানটি তল্লাশি করে সামনে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বোমা উদ্ধার করেন। বোমা দুটি পরে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন