যশোর শহরের ব্যস্ততম আরএন রোড থেকে ফের পরিত্যক্ত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকা একটি পিকআপ (ঢাকা-ন-১৯-২৫৯৪) ভ্যানের ভেতর থেকে এ বোমা উদ্ধার করা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কে বা কারা পরিকল্পিতভাবে দোকানপাটের আশপাশে বিস্ফোরক রেখে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ঘটনা প্রতিরোধে তারা প্রশাসনিক কঠোর পদক্ষেপ দাবি করেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) মোমিনুল হক দ্রুত ঘটনাস্থলে যান। তাদের নির্দেশে উপ-পরিদর্শক সামছুল হক পিকআপ ভ্যানটি তল্লাশি করে সামনে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বোমা উদ্ধার করেন। বোমা দুটি পরে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।
খুলনা গেজেট/এএজে

