যশোরে বোমা, তলোয়ার ও ধারালো অস্ত্রসহ নয়ন শেখ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক নয়ন শহরের মুড়লি মোড় এলাকার বাবু মোটরসের কর্মচারী।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাতে শহরের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়। এসময় নজরুল ইসলাম নজিরের ভাড়াটিয়া সোহেলের ঘরে অবস্থানরত নয়ন শেখকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহেল কৌশলে ঘর থেকে পালিয়ে যায়।
পরে ঘর তল্লাশি করে একটি বোমা, একটি তলোয়ার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্র কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনাটি নাশকতামূলক কর্মকাণ্ড কিনা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত ও আটক করা হবে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

